হলদে বৃষ্টিতে ভিজবো বলে
- Suvarup Saha
- Apr 27, 2025
- 1 min read
Updated: May 7, 2025

পুরোনো এয়ারপোর্টের রাস্তার দুপাশে বয়ে চলেছে
হলুদ স্রোত —
লুটিয়ে পড়া সোনালী বৃষ্টির কুসুমগুলি
নিজেরাই জড়াজড়ি করে
মুখরিত করলো আমার এই একলা দুপুর,
যার গুঞ্জন বেখেয়ালে কখন কমিয়ে দিয়েছে
এ সময়ের চাপরাশি।
উতলা সকালে হলদে ফুলের কামিজ আর হলুদ আলোয় মাখামাখি
তপ্ত দুপুর পেরিয়ে
যখন অনেক তল্লাশিতে মিললো সবুজ শালের রোয়া মাখা
ওই হলুদ ব্যাগটা, বেলা তখন পড়ে এসেছে,
কে জানে কেমন উঠেছিল সেই ছবি?
সন্ধ্যে গড়িয়ে রাত কখন হলো ওই হলুদ বুটের মেয়েটার নাটুকেপনায় আর মেকি সিগারেট টানে,
তারও খেয়াল রাখেনি সেই কামচোর।
ফিরতি রাস্তার কিছু না ঝরা ফুল, আর পাহাড়ে ঘনানো বিকেলের
এলোমেলো হাওয়া
ফিসফিসিয়ে বলে গেল কিছু কথা —
আর এই অবুঝ বোকা মনে জাগিয়ে গেল
হলুদ বৃষ্টির হাতছানি।



Comments